হয়তো আর হবেনা কথা ক্লান্তিহীন,
চেনা এই আমি হয়ে যাবো যে অচিন,
পথে আবার দেখা হয়ে গেলেও কোনোদিন,
হয়তো আর দেবেনা হাঁসি অমলিন,
তবু আমার, হবেনা যে রাগ, বদলে গেছো বলে,
আসলে তুমি যাবার ই ছিলে,
তাই গিয়েছো চলে ।
হয়তো আর শুনবে না আমার প্রিয় গান,
ভুল করেও আর ভাঙ্গাবেনা অভিমান,
কথা দিলেও রাখবে না পিছুটান,
ও, ভুলে যাবে - বলেছিলে দেবে প্রাণ,
তবু আমার, হবেনা যে রাগ, বদলে গেছো বলে,
আসলে তুমি যাবার ই ছিলে,
তাই গিয়েছো চলে ।
যে যাবার সে যাবেই, ভূল তাকে পিছু ডাকা,
মুখে যতই ভালোবাসুক , হৃদয় টাকে যায়না দেখা,
তবু আমার, হবেনা যে রাগ, বদলে গেছো বলে,
আসলে তুমি যাবার ই ছিলে,
তাই গিয়েছো চলে ।
------ বাপ্পা মজুমদার ।
No comments:
Post a Comment