About Me

Hi,
I am Partha Chakraborty. I am from Bangladesh and was born in 19 September, 1983. I think I love my country very much as each person do. I live in Dhaka and currently i'm doing job in LM Ericsson Bangladesh Ltd. I've completed my graduation in Electrical & Electronic Engineering .I have a brother who is doing MBBS in Medical collage. My father is an Employee in Bangladesh Krishi Bank and my mother is a housewife. So, i have a very happy family...

What about me? I love to travel a lot and meet new people. I'm spontaneous and know to value friendship. I don't judge people by appearance rather I try to explore them through their personality. I have a high ambition to establish myself the way I want, so I'm quite focused on my goal. I'm a calm person and try to take everything easily. I tried to be helpful whether you sought for help or not. Can't live without music, love to listen as well as sing along to any tune, I liked. I prefer to bury my grief inside me. And I am the kind of person who can't stay idle, without doing anything. I spend most of the time infront of my computer. I love to read books so whenever find something to read, I sink into it. I am also a movie freak. I am humorous. And I am the greatest fool who think himself intelligent. Talking about intelligence, I like intelligent people and I am easily amused by the good qualities of others. I love to talk directly whether you liked it or not. I am not ambitious at all and I think I am easily satisfied and highly hopeful. That's all about me... If you have any comment , then please....

Monday, 8 November 2010

জীবন যেখানে যেমন

মাথার উপর আকাশ আর পায়ের নিচে পৃথিবীটা একই আছে,

শুধু নিশ্চয়তা নেই ভালোবাসার,

নীল দিগন্তে উড়ে যাওয়া পাখির ঝাঁকে,

দেখতে ইচ্ছে করে নিজেকে,

নিঃস্ব মন, নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে,

তাই কি আজ অচেনা পথ খুঁজে ফিরে ?

এক পক্ষ সায় দেয়,

এক পক্ষ নয়,

এক জনের আকাশ কুসুম,

এক জন রূঢ় বাস্তুবিহীন পাখি

দুজনের ই স্বপ্ন আছে, দুটোই অন্য ধাতের,

দুটো পথই চলার পথিক থাকে ওখানে

কারো চাওয়া বাঁধনহারা, সারা আকাশ জুড়ে,

কারো চাওয়া মিশে গেছে হাজার জনার ভিড়ে,

তাই আর যুদ্ধ নয়,

শান্তি আসুক ফিরে,

জীবন যেমন চলছে চলুক, বাঁচার স্বপ্ন নিয়ে ।

Saturday, 6 November 2010

হয়তো আর হবেনা কথা (বাপ্পা মজুমদার )

হয়তো আর হবেনা কথা ক্লান্তিহীন,

চেনা এই আমি হয়ে যাবো যে অচিন,

পথে আবার দেখা হয়ে গেলেও কোনোদিন,

হয়তো আর দেবেনা হাঁসি অমলিন,

তবু আমার, হবেনা যে রাগ, বদলে গেছো বলে,

আসলে তুমি যাবার ই ছিলে,

তাই গিয়েছো চলে ।


হয়তো আর শুনবে না আমার প্রিয় গান,

ভুল করেও আর ভাঙ্গাবেনা অভিমান,

কথা দিলেও রাখবে না পিছুটান,

ও, ভুলে যাবে - বলেছিলে দেবে প্রাণ,

তবু আমার, হবেনা যে রাগ, বদলে গেছো বলে,

আসলে তুমি যাবার ই ছিলে,

তাই গিয়েছো চলে ।


যে যাবার সে যাবেই, ভূল তাকে পিছু ডাকা,

মুখে যতই ভালোবাসুক , হৃদয় টাকে যায়না দেখা,

তবু আমার, হবেনা যে রাগ, বদলে গেছো বলে,

আসলে তুমি যাবার ই ছিলে,

তাই গিয়েছো চলে ।

------ বাপ্পা মজুমদার ।

Friday, 5 November 2010

শুভ দিপাবলী (Happy Diwali)

আমার সব পরিচিত বন্ধু আর আমার পরিবারের সব সদস্য , যারা আমার কাছ থেকে অনেক দূরে বা কাছে আছেন, সবাই কে শুভ দিপাবলীর শুভেচ্ছা ।

সবার জীবন মঙ্গলময় হোক, মায়ের করূনাসিক্ত হোক ।

সবার উদ্দেশ্যে কিছু গান উৎসগ' করলাম, আশা করি ভাল লাগবে।

মা, আমার সাধ না মিটিল

http://www.mediafire.com/file/9wv9br6b830b2u6/Amar%20Saad%20Na%20Mitilo%20By%20kumar%20sanu.mp3

মা তোর কত রংগ দেখবো বল

http://www.mediafire.com/file/wxc3c0jmwtq3933/Maa%20Tor%20Kato%20Rango%20Dekhbo%20Bal%20By%20kumar%20sanu.mp3

মায়ের পায়ে জবা হয়ে

http://www.mediafire.com/file/hfhah25mpiwv092/Mayer%20Payer%20Jaba%20Hoye%20By%20kumar%20sanu.mp3

শ্যামা মা কি আমার কালো

http://www.mediafire.com/file/tbgmire70or93v3/Sayma%20Ma%20Ki%20Amar%20Kalo%20By%20kumar%20sanu.mp3

আমি মন্ত্র টন্ত্র কিছুই জানিনে মা

http://www.mediafire.com/file/7ws3uccb57ujan7/Aami%20Montro%20Tontro%20-%20Anuradha%20Paudwal.mp3

ভেবে দেখ মন কেউ কারো নয়

http://www.mediafire.com/file/dgdchjuvminc97y/Bhebe%20Dekh%20Mon%20-%20Anuradha%20Paudwal.mp3

আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী

http://www.mediafire.com/file/y7ba6d16bmpecr1/Aamaar%20Chetona%20-%20Anuradha%20Paudwal.mp3

চাই না মাগো রাজা হতে

http://www.mediafire.com/file/6244z1yxinx6oco/Chai%20Na%20Maago%20-%20Anuradha%20Paudwal.mp3

অপার সংসার, নাহি পারাপার, মা গো আমার

http://www.mediafire.com/file/qsakwy301zy6mbw/Apaar%20Sansaar%20Nahi%20-%20Anuradha%20Paudwal.mp3

দোষ কারো নয় গো মা

http://www.mediafire.com/file/85czrfg7i2k1h5f/Dosh%20Karo%20Noy%20Go%20Maa%20-%20Anuradha%20Paudwal.mp3

জেনেছি জেনেছি তারা

http://www.mediafire.com/file/2z53v3u679uvg3a/Jenechhi%20Jenechhi%20Tara%20-%20Anuradha%20Paudwal.mp3

মা গো আনন্দময়ী

http://www.mediafire.com/file/b8adx9ueo0hby93/Maago%20Anandomoyee%20-%20Anuradha%20Paudwal.mp3

মায়ের মূতি' গড়াতে চাই

http://www.mediafire.com/file/0vtsjfjjy4cnx3e/Maye%20Murti%20Gorate%20Chai%20-%20Anuradha%20Paudwal.mp3


বিনীত ,

// পাথ' ।

Wednesday, 3 November 2010

চাঁদ কেন আসেনা

চাঁদ কেন আসেনা আমার ঘরে,

চাঁদ কেন আসেনা আমার ঘরে

সে অভিমানিনী, আজও তো বলেনি,

আসবে কিনা সে ফিরে।


দিন যায়, রাত যায়, বয়ে যায় সময়,

ম্লান মুখ তার আজও সেই,

চোখ চায়, মন চায়, তবু ভাঙ্গা হৃদয়,

সব ই আছে চাঁদ শুধু নেই,

মেঘে রা যদি , গিয়েছে দূরে সরে .... চাঁদ তবু আসেনা আমার ঘরে ।


জোয়ার ভাটায় , চাঁদ আসে চাঁদ যায়,

আলো করে আঙ্গিনা সবার,

আমি আছি ভরষায় , ঘোর অমানিষায়,

কাটেনা কেন যে এ আঁধার..

ভালবাসা গুমড়ে কেঁদে মরে, .... চাঁদ তবু আসেনা আমার ঘরে ।

-- রাঘব ।

Wednesday, 9 April 2008

ইন্দোনেশিয়া ট্যুর এর কিছু ছবি

আমার এখনো মনে আছে, চাকরি তে যোগদানের প্রায় ৭ মাস পর আমাদের একটা এর জন্যে
ইন্দোনেশিয়া যেতে হয়েছিল, আর এতো মজার নহয়েছিল ট্যুরটা, যে সারাজীবন মনে থাকবে ।






www.FunAndFunOnly.net

Sunday, 9 March 2008

FRIENDS

Friendship Made In Heven...

A true friend is someone who thinks you are a good egg
even though they know you are slightly cracked.

Friendship

Friends  -  Kingdom  [www.friendmails.net.tc]

Friends  -  Kingdom  [www.friendmails.net.tc]

Friends  -  Kingdom  [www.friendmails.net.tc]

Friends  -  Kingdom  [www.friendmails.net.tc]

Friends  -  Kingdom  [www.friendmails.net.tc]

Friends  -  Kingdom  [www.friendmails.net.tc]

Friends  -  Kingdom  [www.friendmails.net.tc]

Friends  -  Kingdom  [www.friendmails.net.tc]