মাথার উপর আকাশ আর পায়ের নিচে পৃথিবীটা একই আছে,
শুধু নিশ্চয়তা নেই ভালোবাসার,
নীল দিগন্তে উড়ে যাওয়া পাখির ঝাঁকে,
দেখতে ইচ্ছে করে নিজেকে,
নিঃস্ব মন, নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে,
তাই কি আজ অচেনা পথ খুঁজে ফিরে ?
এক পক্ষ সায় দেয়,
এক পক্ষ নয়,
এক জনের আকাশ কুসুম,
এক জন রূঢ় বাস্তুবিহীন পাখি
দুজনের ই স্বপ্ন আছে, দুটোই অন্য ধাতের,
দুটো পথই চলার পথিক থাকে ওখানে
কারো চাওয়া বাঁধনহারা, সারা আকাশ জুড়ে,
কারো চাওয়া মিশে গেছে হাজার জনার ভিড়ে,
তাই আর যুদ্ধ নয়,
শান্তি আসুক ফিরে,
জীবন যেমন চলছে চলুক, বাঁচার স্বপ্ন নিয়ে ।